মোঃ হাছিব সরদার, মোংলা
বাগেরহাট-৩ আসনের তৃণমূল বিএনপির মি. ম্যানুয়েল সরকার অভিযোগ করে বলেছেন, নির্বাচন প্রচার প্রচারনা চালানোর সময় আমাকে প্রতিনিয়ত বাঁধার সম্মুখিন হতে হচ্ছে। এমনকি আমাকে নৌকার সমর্থকরা পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। এ অবস্থায়ও আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাব। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
মঙ্গলবার দুপুরে মোংলা প্রেসক্লাবে নৌকার প্রার্থির সমর্থকদের বিরুদ্ধে সংখ্যা লঘুদের ভয়-ভীতি প্রদর্শনের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিঠাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সমর বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রমেশ চন্দ্র মন্ডলসহ মোংলা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মি. ম্যানুয়েল সরকার আসন্ন নির্বাচনে বিএনপি জামায়াতের ব্যাপক সংখ্যক মানুষের সমর্থন পাচ্ছেন দাবী করে বলেন ‘ কয়েক দিন আগে আমি রামপালের ফয়লা বাজারে যাই। সেখানে বিএনপি জামায়াতের সমর্থকরা আমাকে বুকে টেনে নিয়েছে। তারা আমাকে বলেছে, এতো দিন আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিলো না, ভোট দেয়ার জায়গা ছিলো না। আপনাকে পাওয়ায় আমরা নিরব ভোট বিপ্লব ঘটাবো। তাছাড়া সংখ্যা লঘু হওয়ায় আমার একটি রিজার্ভ ভোট ব্যাংক রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।
সংবাদ সম্মেলনে মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচন যতো ঘনিয়ে আসছে, সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষদেরও ভয়-ভীতি প্রদর্শনের মাত্রাও ততো বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ্যে নৌকার প্রতীককে ভোট দিতে হবে, অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থী বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রীর কর্মী-সমর্থকেরা এ ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে। একারণে আমরা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তা হীনতায় ভ‚গছি। বেআইনী এসব কর্মকান্ড বন্ধ করা না হলে সুষ্ঠ নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বেগম হাবিবুন নাহার (নৌকা) ও সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার (ঈগল) ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মনিরুজ্জামান মনি (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শেখ নুরুজ্জামান মাসুম (মশাল ), তৃণমূল বিএনপির মি. ম্যানুয়েল সরকার (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে সুব্রত মণ্ডল (নঙ্গর) প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করছেন।
Leave a Reply