শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে গনসমাবেশ করেছে জুয়েলের সমর্থক’রা ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় তৃপ্তিকে বিজয়ী করতে গোগায় উৎসবমুখর উঠান বৈঠক বেনাপোলে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই রংপুর বিভাগীয় বই মেলা বর্জন কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

আমি এই মাটির সন্তান, ঈগল প্রতীকে ভোট চাই- বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View

মোঃ হাছিব সরদার, মোংলা 

আমি আপনাদের সন্তান, এই মাটির সন্তান, সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট চাই। নির্বাচিত হতে পারলে মোংলা নদীতে ব্রীজ এবং ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করবো। শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করবো। পশুর নদী ড্রেজিংয়ের বালুতে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের উপযুক্ত ক্ষাতিপূরণ দেয়া হবে এবং তাদের পুনর্বাসন করা হবে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার মোংলার হেলিপ্যাড মাঠে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল জনসভায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মোঃ ইদ্রিস আলী ইজারদার প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান। জনসভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, পীযুষ কান্তি মজুমদার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল শিকদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইজারদার ইকরাম হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, শ্রমিকলীগ নেতা মিলন শিকারী, যুবলীগ নেতা নূর আলম, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন, শেখ শাহরুখ বাপ্পী প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী ইজারদার আরো বলেন মোংলা-রামপালের হিন্দুরা আমাকে ভালোবাসে। মোংলা-রামপালে যখনই সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চালানোর চেষ্টা করা হয়েছে তখনই আমি এবং আমার পরিবার তাদের পাশে থেকে তা প্রতিহত করার চেষ্টা করেছি। কাজেই মোংলা-রামপালের সংখ্যালঘুরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকেই ভোটটি প্রদান করবেন। তিনি আরো বলেন প্রশাসনের উপর আমাদের অগাধ বিশ্বস এবং আস্থা আছে। আশাকরি প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে। জনসভা শেষে ঈগল প্রতীকের শ্লোগান দিতে দিতে উৎসবমূখর পরিবেশে সমর্থকরা যার যার এলাকায় ফিরে যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category