এইচ এম শহিদুল ইসলাম,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সরকারি চলাচলের রাস্তা সংস্কার কাজে বাধা প্রদানের অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ উঠেছে পেকুয়া সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার নুরুল হকের পুত্র মোঃইউনুছ গং এর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি ঘোনা লামার পাড়া
– সরকারি চলাচলের রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষের দিকে সম্প্রতি ইউনুছ গং রাতের আঁধারে রাস্তার কাজ করার জন্য মাটি নেওয়ার স্থানে বাঁধ কেটে পানি প্রবেশ ও লামার পাড়া রাস্তার মুখে টিনের গেরা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
স্থানীয় এলাকা বাসীর অভিযোগ- ৫০/৬০ বছর পূর্ব থেকে উক্ত চলাচলের রাস্তা দিয়ে প্রায় ১ হাজার মানুষ চলাচল সহ কৃষি কাজের জন্য ব্যবহার করে আসছেন, কিন্তু সরকারি ভাবে সংস্কার করতে গেলে হুমকি সহ নানা প্রকার হয়রানি করে যাচ্ছেন। এ বিষয়ে এলাকা বাসীর পক্ষে হাফেজ আমজাদ হোসেন বাদী হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ী করেন।
স্থানীয় নুরু জমান, আবু হানিফ ও জামান বলেন- চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসা ও এতিমখানায় লেখা পড়া করতে যেতে কষ্টে ভোগচ্ছে আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সু বিচার আশা করছি।
চলাচলের রাস্তা সংস্কার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মোঃ ইউনুছ বলেন- রাস্তা তৈরিতে বাঁধা সৃষ্টি করেনি, চলাচলের পথ হচ্ছে আমাদের নিজস্ব জায়গা, সরকারি রাস্তা ছিল না। রাস্তার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত দিবেন তাহা মানিয়া নেব।
Leave a Reply