প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৪, ৬:৫৯ এ.এম
জয়পুরহাটে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলালে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কেন্দ্রে দায়িত্বরতরা ,দুপুরে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক রাত ৯টার দিকে কেন্দ্রের দক্ষিণ দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. খোরশেদ আলম, সাংবাদিককে বলেন, রাত ৯টার দিকে কে বা কারা কেন্দ্রের দক্ষিণ দিকে ককটেলের বিস্ফোরণ ঘটায়। আমি সঙ্গে সঙ্গে ইউএনও ও নির্বাচন অফিসারকে জানিয়েছি। এরইমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সার্কেল এসপি ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেন্দ্রের ইনচার্জ নায়েক মো. আব্দুল্লাহ সাংবাদিককে বলেন, আমরা কেন্দ্রের মাঠেই ডিউটি করছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.