এইচএম শহিদুল ইসলাম, পেকুয়া
কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়ে তিনি এ ঘোষণা দেন।
বিকেল ৩টা ১০ মিনিটে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি লিখেন ‘বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম।’ এর কয়েকমিনিট পর এক ভিড়িও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, ‘আমার প্রতি চকরিয়া পেকুয়াবাসির অকুন্ট সমর্থন বুঝতে পেরে দুপুর ১২টার পর থেকে বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকজন কেন্দ্র দখল করে আমার এজেন্টদের পিঠিয়ে বের করে দেয় এমনকি প্রিজাইডিং অফিসারকেও নির্মমভাবে আহত করে। তাই আমি ভাবলাম এটা প্রতিহত করতে গিয়ে মৃত্যুর ভয়ে আমি নির্বাচন বর্জন করলাম।’
Leave a Reply