মোঃ হাছিব সরদার, মোংলা
বাগেরহাট -৩(মোংলা-রামপাল) আসনে সরকারি ফলাফল অনুযায়ী মোংলা পৌরসভা সহ ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকে বেগম হাবিবুন নাহার ৩৬ হাজার ৪শ’ ৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ইদ্রিস আলী ৩০ হাজার ৬শ’ ৯২ ভোট পেয়েছেন। এছাড়া রামপালে নৌকা প্রতীক ৪৭ হাজার ৯শ’ ১৫ ভোট আর স্বতন্ত্র প্রাথী ঈগল প্রতীকে ২৭ হাজার ৭শ’৭৬ ভোট পেয়েছেন।
সেই হিসেবে নৌকা প্রতীকের প্রাপ্ত মোট ভোট ৮৪ হাজার ৩শ’ ৭২ এবং স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের মোট প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৪শ’ ৬৪ টি।
এ হিসেব অনুযায়ী ২৫ হাজার ৯শ’৮ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বন, পরিবেশ ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সংসদীয় এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি একামাত্র খুলনা বিভাগের নারী সংসদ সদস্য প্রার্থী হয়ে পর পর বিজয়ী হয়েছেন।
Leave a Reply