এস.এম দুর্জয়, গাজীপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।
রবিবার(৭জানুয়ারি)সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম।এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।১৮০টি ভোট কেন্দ্রের ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-৩(শ্রীপুর-ভাওয়ালগড়,মির্জাপুর,পিরুজালী)এ আসনে নির্বাচনে লড়েছেন ৭ জন প্রার্থী।আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি ১ লাখ ২৬ হাজার ১৯৬ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আ:রহমান( গামছা)পেয়েছেন ১৭১৭ভোট,জাতীয় পার্টির প্রার্থী এফ এম সাইফুল ইসলাম( লাঙ্গল)পেয়েছেন ১২২৪ভোট,জাসদ প্রার্থী জহিরুল হক মন্ডল বাচ্চু( মশাল) পেয়েছেন ২২৭ ভোট,স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন খান( ঈগল) পেয়েছেন ১৫৪ভোট,
তরিকত ফেডারেশন প্রার্থী জয়নাল আবেদীন (ফুলের মালা)পেয়েছেন৩০৩ভোট।উল্লেখ্য,বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী গাজীপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭জন।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৮০টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে বাড়তে শুরু করে ভোটারদের উপস্থিতি।
Leave a Reply