প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৪, ৪:৫২ এ.এম
বহিরাগত গডফাদারের চাপিয়ে দেয়া সিদ্ধান্তে বাঘা-চারঘাট চলবে না: শাহরিয়ার

শফিকুল আলম ইমন, রাজশাহী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেছেন, “বাঘা-চারঘাটের যেকোনো সিদ্ধান্ত এখানকার মানুষ নেবে। শহর থেকে কোনো গডফাদারের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত অনুযায়ী বাঘা-চারঘাট চলবে না। এখানকার রাজনীতি এখানকার মানুষ নিয়ন্ত্রণ করবে। অন্য কোনো শহরের কোনো গডফাদার নয়।”
মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে বক্তৃতাকালে শাহরিয়ার আলম একথা বলেন। তিনি বলেন, একবিন্দু রক্ত থাকতে চারঘাট-বাঘার কোনো সিদ্ধান্ত বাইরের কোনো মানুষকে নিতে দেয়া হয়নি, হচ্ছে না, আগামীতেও হবে না।
তিনি তার আখ্যা দেয়া ‘গডফাদার’ প্রসঙ্গে আরও বলেন, আমাদের পায়ের তলার মাটি শক্ত হয়েছে দিনে দিনে। পাথরের মতো, লোহার মতো না হলেও ওনাদের চেয়েও অনেক বেশি শক্ত হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.