ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্র সাব্বির হত্যাকান্ডের রহস্য উদ্ধার করেছে পুলিশ। নিজ চাচা দাঁড়া বলাৎকারের প্রতিবাদ করায় তাকেশ্বাসরোধে হত্যা করে । পুলিশ অভিযুক্ত চাচা ইমরান আকন্দ কে গ্রেফতার করছে। সে পুলিশের কাছে হত্যার দায় শিকার করেছে।
আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সাংবাদিকদের এই তথ্য জানান।
এসময় সহকারী পুলিশ সুপার ( সি সার্কেল ) উদয় কুুমার সাহা, থানার অফিসার ইনচার্জ শামসুুল আলম শাহ, পুলিশ পরিদর্শক মোত্তালেব হোসেন। অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটু।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com