সোহেল রানা বাবু, বাগেরহাট
পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল।
কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর চরে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মরদেহ দুইটি উদ্ধার করে নিয়ে আসে। এদিন বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান,কোস্টগার্ড কতৃক ২টি অর্ধগলিত মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছেন। নৌ পুলিশ কতৃক মরদেহ গুলোর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ধারনা করা হচ্ছে,উদ্ধার হওয়া মরদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া অজ্ঞাত জেলের মরদেহ হতে পারে।
উল্লেখ্য গেল ১৭ নভেম্বর শুক্রবার বাগেরহাটের উপকুলীয় এলাকায় মিধিলার প্রভাবে গভীর বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলার এবং জেলে নিখোজের খবর পাওয়া গেছে। কিন্ত এর কোন সত্যতা পাওয়া যায়নি। অবশেষে ৪ দিন পর অজ্ঞাত ২ টি মরদেহ উদ্ধার উদ্ধার করলো কোষ্টগার্ড।
Leave a Reply