প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ৭:০৩ এ.এম
জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আব্দুল মজিদ, জামালপুর
জামালপুরে হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জারুলতলা ফেন্ডস ক্লাব।
সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে ইসলামপুর উপজেলার জারুলতলা এলাকায় শীতবস্ত্র বিতরণে অংশ নেন জারুলতলা ফেন্ডস ক্লাবের সদস্যরা, সংগঠনের সদস্যরা এর আগেও বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছে, ক্লাবের উদ্যোগে এবারেও ৩৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।
এই শীতে সমাজের বিত্তবানদের ছিন্নমূল মানুষগুলো পাশে দাঁড়ানোর অনুরোধ জানান সংগঠনটির সদস্যরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.