প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৪, ৮:২৪ এ.এম
৭-১২ ফেব্রুয়ারী রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৪

শফিকুল আলম ইমন, রাজশাহী
হযরত শাহ মখদুম রুপোস(রহ:) এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি শিক্ষানগরী রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর ব্যবস্থাপনায় আগামী ৭ ফেব্রুয়ারি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৪ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব জানান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে ও ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক'র সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠানাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার রেজাউল করিম খান, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের পক্ষে এসি ল্যান্ড, বোয়ালিয়া শাহীন মিয়া, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী’র পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার(সদর)'র পক্ষে মো. রুবেল হক, ড. শরমিন ফেরদৌস চৌধুরী, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ সভায় সংশ্লিষ্ট সকলে ৫২তম শীতকালীন জাতীয় খেলাধুলা ও অনুষ্ঠানটি সফল করার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন।
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক তাঁর স্বাগত বক্তব্যে ক্রীড়া প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত সভাকে অবহিত করেন।
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তাঁর বক্তব্যে বলেন- ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের মর্যাদাকে অনন্য উচ্চতায় তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে সকল সুধীজন আজকের সভায় উপস্থিত হয়েছেন তাঁরা এ শহরের শিক্ষা ও ক্রীড়ার প্রাণ। সকলের হৃদিক সহযোগিতা নিয়ে আমরা সবরকম চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.