
শফিকুল আলম ইমন, রাজশাহী
শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লীগ টুর্নামেন্ট ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করেন মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
রবিবার (১৪জানুয়ারী) সকাল ৯টায় শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান স্টেডিয়ামে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লীগ টুর্নামেন্ট ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময়ে ডাবলু সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশকে অতি সহজে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায়। এছাড়াও খেলাধুলার মাধ্যমে শরীর গঠনে ও উদার মনের হতে সহযোগিতা করে, তেমনি সকল প্রকার মাদক থেকে দূরে রাখে, বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব দরবারে অনেক এগিয়ে গেছে, আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এরজন্য সকল প্রকার সহযোগিতাও করে যাচ্ছেন।
তিনি আরও বলেন সব ধরনের খেলাধুলায় আমরা এগিয়ে যাচ্ছি ফুটবল ও ক্রীকেট এর মধ্যে অন্যতম। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়ারদের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত অতিথিদের নিয়ে সকল খেলোয়াদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের প্রথম খেলা ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্য দিয়ে শুরু হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সহ-সভাপতি খালেদ মাসুদ পাইলট, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনুর রহমান (টিংকু) সহ অন্যান্য ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ।
Leave a Reply