প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৪, ৩:৩৯ পি.এম
আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে __ কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী খাবারের দাম বেড়েছে, বাংলাদেশেও জিনিস পত্রের দাম বেড়েছে, কিন্তু আমাদের দেশে মানুষের যেন খাবারের কোনো অভাব না হয় সে জন্য আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৪ জানুয়ারি) বিকালে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আয়োজিত নির্বাচন পরবর্তী এক শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন - বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আকরাম উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ। সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা।
এসময় অন্যদের মধ্যে - প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ জাহানারা ইয়াসমিন শম্পা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি- মুজিবুর রহমান হাওলাদার, এইচ এম অহিদুল ইসলাম, কৃষ্ণ প্রসাদ মজুমদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সমর চাদ মৃধা খোকন, রাফেজা বেগম, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দীপু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, স্বেচ্চাসেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ-সভাপতি কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.