সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধু শাহীনুর বেগমকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৬ খুলনা এবং র্যাব-৮, বরিশালের একটি যৌথ আভিযানিক দল ১৪ জানুয়ারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান আসামী বাগেরহাটের মোড়েলগঞ্জের মোঃ মন্টু তালুকদারকে বরিশালের বানারীপাড়া থানার গোয়াচিত্তা বাজার এলাকা এবং ০৮ নং আসামী বাগেরহাটের মোড়েলগঞ্জের গৃহবধু টুলু বেগমকে বরিশালের এয়ারপোর্ট থানার নতুন হাট এলাকা হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রাতেই বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্যেখ্য জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত শাহীনূর বেগমকে গত ৪ঠা জানুয়ারী বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার গুয়াতলা গ্রামে নিজ বাড়ীতে একদল অস্ত্রধারী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাতের একপর্যায়ে রাম দায়ের কোপে মাথায় গুরুতর যখম হলে স্হানীয়রা উদ্ধার করে মোড়েলগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।১৪ জানুয়ারী রাতে র্যাব-৬ এর মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply