প্রকৃতি এখন শীতের বার্তা দিচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ঢেকে যাচ্ছে ঘণ কুয়াশায়। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বইছে হিমেল হাওয়া। এক সাথে ঘণ কুয়াশা ও হিমেল হাওয়া থেকে সৃষ্ট কনকনে শীতে কাবু মানুষ ও প্রাণীকূলে। সেইসাথে শীতে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়েরীয়া ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরীয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন শিশুসহ শতাধিক রোগী। তবে, হাসাপাতালে ডায়েরীয়ার স্যালাইন সংকটের কারনে বিপাকে পড়ছেন হাসপাতালে ডায়েরীয়া রোগে চিকিৎসা নিতে আসা রোগীরা। খোলা বাজারে ডায়েরীয়ার স্যালাইন কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানাগেছে, গত এক সপ্তাহে ডায়েরীয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন শিশুসহ শতাধিক রোগী। এসব রোগীদের মধ্যে শূণ্য থেকে পাঁচ বছরের শিশু রয়েছে ৩৭ জন ও পাঁচ বছর থেকে সব বয়সি নারী-পুরুষ রয়েছেন ৬০ জন। হাসপাতালের সেবীকারা বলছেন, দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরীয়া রোগীদের জন্য স্যালাইন সরবরাহ নেই। এছাড়া ডায়েরীয়া রোগীদের বোমোনের ইঞ্জেকশন ও শিশুদের ফোঁড়ানো ক্যানেলাও সংকট আছে। তবে সীমাবদ্ধতার মধ্যেই এই রোগীদের চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
Leave a Reply