কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জ সদর থানাধীন শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লীগ" ২০২৩-২৪ " এর লীগ ম্যাচে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বসুন্ধরা কিংস এর মধ্যে মনমুগ্ধকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত উক্ত ম্যাচে গোপালগঞ্জ সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান স্টেডিয়ামের গ্যালারীতে বসে ফুটবল ম্যাচটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বসুন্ধরা কিংস ৩---০ গোলে বিজয়ী হয়। উক্ত ফুটবল ম্যাচে বসুন্ধরা কিংসের তারকা খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরিহিত ব্রাজিলের " রবসন এজেভিডো ডা সিলভা " শৈল্পিক ফুটবল খেলে "ম্যান অব দ্যা ম্যাচ" বিবেচিত হন। ম্যাচ শেষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর হাতে পুরস্কার তুলে দেন।
আসুন আমরা কিশোর তথা যুব সমাজকে খেলাধূলায় আরো বেশি উৎসাহিত করি। তাহলে কিশোর তথা যুব সমাজ বিভিন্ন অপরাধ হতে দূরে থাকবে এবং আমাদের সমাজ আরো সুন্দর ও উন্নত হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com