এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজার পেকুয়ায় নিজ ৪০ বছরের দখলিয় বসত ভিটার গাছ কেটে ফেলার অভিযোগ। পেকুয়া বারবাকিয়া ইউপির সবজিবন পাড়া এলাকার মৃত্যু আমির হামজা এর পূত্র নাছির উদ্দীন গং এর বসবাড়িতে।
গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ০২ টার সময় সবজিবন পাড়া এলাকা শফিউল আলমের পূত্র আশেক ও মৃত্যু জাকের আহমদের পূত্র রেজাউল করিমের নেতৃত্বে ৫/৬ জন লোক নিয়ে জোরপূর্বক গাছ কেটে ফেলে।
ভুক্তভোগী নাছির উদ্দীন বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে গত বৃহস্পতিবারে আশেক ও রেজাউল এর নেতৃত্বে ২৫/৩০ বছরে পূর্বের গাছ কেটে ফেলে এবং কি মারধর হুমকি দুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি বারবাকিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান কে অবগত করেছি।
বসতভিটার গাছ কাটার বিষয়ে বারবাকিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান মুটোফোনে বলেন, গাছ কাঁটার বিষয়টি আমি জানতে পেরেছি আমি স্হানীয় মেম্বার আশেক কে ভুক্তভোগীর সাথে নিয়ে সমাধান করার জন্য বলেছি।।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে-আশেক বলেন-মানুষের চলাচলের জন্য রাস্তা সংস্কার করতে গিয়ে একটা ছোট গাছ কাটা হয়েছে, নাছিরের কোন বসতভিটার গাছ কাটা হয়নি, সরকারি খাস জায়গার মধ্যে গাছ, রাস্তা বড় করতে গিয়ে গাছটি কাটা হয়েছে।
Leave a Reply