মোঃ রাসেল ইসলাম, বেনাপোল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যশোরের বেনাপোলে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে শীতবস্ত্র তুলে দেন বেনাপোল পৌরসভার ৮নং ছোট আঁচড়া ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসানুজ্জামান তাজিন।
কম্বল বিতরণ শেষে কাউন্সিলর মো. হাসানুজ্জামান তাজিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply