মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

ভরা শীতেও তুষার নেই কাশ্মীরে

রুপান্তর সংবাদ ডেস্কঃ
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

রুপান্তর সংবাদ ডেস্কঃ

ফি বছর শীত আসতেই নতুন রূপে সেজে উঠে ভারতের হিমালয়ান পর্বতমালার সবচেয়ে বড় উপত্যকা ‘কাশ্মীর’। তুষারধবল সাজে সজ্জিত প্রকৃতি রানির এক মনোমুগ্ধকর রূপ। যাকে ‘পৃথিবীর স্বর্গ’ বলেও অভিহিত করা হয়। সাদা তুষার দেখতে প্রতি শীতেই সেখানে পর্যটকদের ভিড় জমে। কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের এ প্রকৃতি এবার একেবারেই ভিন্ন মূর্ত ধারণ করেছে। কাশ্মীরের মনোরম শহর গুলমার্গে এবারের শীতে তুষার পড়েনি। সাদা বরফে ঢাকা পর্বতগুলো শুকিয়ে প্রায় বাদামি ও সবুজ রং ধারণ করেছে। ভরা শীতেও তুষার নেই কাশ্মীরে! বিবিসি।

প্রত্যেক বছরেই হাজার হাজার পর্যটক শীতকালে স্কিইং (বরফে খেলা বা লাফানোর মতো কার্যকলাপ) এবং দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে কাশ্মীরে যান। কিন্তু এ বছর তুষারপাতের অনুপস্থিতিতে এই অঞ্চলের পর্যটনশিল্প ভেঙে পড়েছে।  কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতে প্রায় ১ লাখ পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন।

কিন্তু এ বছর সেই সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তুষারহীন শীত অঞ্চলটির অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে। কারণ, জম্মু ও কাশ্মীরের জিডিপির প্রায় ৭ শতাংশ পর্যটন খাত থেকে আসে। এটি কৃষিকাজ এবং জল সরবরাহকেও প্রভাবিত করবে। কারণ, স্বল্প তুষারপাত ভূগর্ভস্থ জলের মজুত পর্যাপ্তভাবে পূরণ করবে না। এদিকে জলবায়ু সংকটের ফলে অঞ্চলটিতে বৃষ্টিপাতের ঘাটতিও দেখা গেছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া বিভাগ ডিসেম্বরে ৭৯ শতাংশ  এবং জানুয়ারিতে ১০০ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রেকর্ড করেছে। এছাড়া এবারের শীতে কাশ্মীরের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস (৪৩ থেকে ৪৮ ডিগ্রি ফারেনহাইট) বেড়েছে।

সাধারণত এই অঞ্চলে ২১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ভারি তুষারপাত হয়। এই সময়ে পাহাড় এবং হিমবাহগুলো তুষার দিয়ে ঢেকে যায়। তবে গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে তুষারপাত কমছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তুষার না থাকায় পর্যটকরা তাদের রিজার্ভেশন বাতিল করেছেন। গুলমার্গ হোটেলিয়ার্স ক্লাবের সভাপতি আকিব ছায়া বলেছেন, ৪০ শতাংশের বেশি হোটেল রিজার্ভেশন বাতিল করা হয়েছে। নতুন বুকিং বর্তমানে আটকে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category