এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আবু ছৈয়দ হত্যা মামলার মূল আসামী মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌং ওয়াসিম’র ফাসিঁর দাবীতে রবিরার (২১ জানুয়ারি ) মগনামা ইউনিয়ন এলাকার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন ইউনিয়নের নির্যাতিত ভুক্তভোগী এই ব্যানারে এক মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পেকুয়া উপজেলা চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে হত্যার বিচার দাবী করে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান-জাহাঙ্গীর আলম, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি নজরুল ইসলাম সিকদার বাবুল, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া উপজেলা যুব লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আজম, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সোলতান মোহাম্মদ রিপন চৌং,আবদু ছালাম, ছাত্র লীগ নেতা মমতাজ উদ্দিন, সেচ্ছাসেবক লীগের নেতা মকসুদ, আওয়ামী লীগের নেতা মোস্তাক, মগনামা ইউনিয়ন পরিষদের ইউপি মোক্তার আহাম্মদ ও নিহত আবু ছৈয়দ এর স্ত্রী বুলবুল আক্তার।
এইসময় পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও জন সাধারণ বৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে ৪/৫ হাজার জনতা ব্যানার ফেস্টুন সহ নিহত আবু ছৈয়দ বাড়ি মগনামা বাজার থেকে পেকুয়া উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে কলেজ গেইট চৌমুহনী এসে মিছিল শেষ হয়। উল্লেখ্য আবু ছৈয়দ হত্যাকারী সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌং ওয়াসিম বর্তমানে জেল হাজতে আটক রয়েছে। মানববন্ধনে বক্তৃতায় বলেন- আবু ছৈয়দ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে সক্ষম হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান।
নিহত আবু ছৈয়দ হত্যার পিছনে সাবেক এম পি জাফর আলমের ইন্ধনে ওয়াসিমের মাস্টার মাইনন্ডে মগনামায় হত্যার পর হত্যা, অবৈধ অস্ত্র সশস্ত্র বাহিনী দল তৈরি করেছিল, সাবেক চেয়ারম্যান ওয়াসিম বাহিনীর হাতে বিভিন্ন মামলা হামলা জড়িয়ে শত-শত মানুষের জিবন নস্ট করে দখলে নিয়েছে তাদের জায়গাজমি।নিহত আবু ছৈয়দ হত্যায় জড়িত সকল আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হউক।।
Leave a Reply