সোহেল রানা বাবু, বাগেরহাট
যৌতুকলোভী ও স্ত্রী নির্যাতনকারী স্বামীর বিরুদ্ধে সংবাদ সন্মেলন ও মানববন্ধন করেছে নির্যাতিতা স্কুল শিক্ষিকা স্ত্রী জেসমিন মুস্তাফি,তার পরিবার ও এলাকাবাসী।
২২ নভেম্বর বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে তিনি সাংবাদিকদের জানান তার স্বামী ফকিরহাটের মূলঘর এলাকার খুলনা পোষ্ট মাষ্টার জেনারেল অফিসের ডেপুটি পোষ্ট মাষ্টার(তদন্ত) আত্নঅহংকারী,নারীলোভী ও নারী নির্যাতনকারী স্বামী খন্দকার মাহবুব হোসেন এর সঙ্গে ২২ বছর আগে বিবাহ হয় এর পর থেকেই যৌতুকের দাবী সহ বিভিন্ন বিষয়ে শারিরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকে। বিভিন্ন সময়ে নিরুপায় হয়ে বিপুল অংকের নগদ টাকা প্রদান করে আসছিলেন তিনি।সর্বশেষ স্বামীর চাহিদা মেটাতে নিজের সার্ভিস লোন থেকেও টাকা তুলে দেয়।
তিনি আরও জানান তার স্বামী চাকুরীর জীবদ্বশায় বিভিন্ন কারনে অনেকবার শাস্তি ভোগ করেছে। খন্দকার মাহবুব হোসেন বিভিন্ন সময়ে জেসমিন মুস্তাফির মৃতঃ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়েও কটুক্তি করে বলেও সংবাদ সন্মেলনে উল্যেখ করেন তিনি।তিনি তার দুই সন্তান সহ নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি ও জানান এবং যৌতুকলোভী স্বামীকে আইনের আওতায় আনার দাবি জানান। এসময়ে জেসমিন মুস্তাফির বৃদ্ধা মা ফরিদা মুস্তাফি,দুই বড় বোন,ভাই ও এলাকাবাসী উপস্হিত ছিলেন।পরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।।
Leave a Reply