
স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজ মিয় চাঁদ (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। তিনি আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের মৃত্যু নিহাল উদ্দিন চাঁদ এর ছেলে।
এ ঘটনায় আর আহত হয়েছেন উপজেলার মাছবাড়ি গ্রামের শেখের আলীর ছেলে মশিউর দাড়িয়া (৪০) ও আমতলী গ্রামের মৃত্যু মোদাচ্ছের মিয়ার ছেলে নুরুল ইসলাম মিয়া(৩৯) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শনিবার (২৬ জানুয়ারি) রাত ১১ টা ২০ মিনিটের দিকে কোটালীপাড়া পয়সার হাট সড়কে’র আমতলী রিপনের চায়ের দোকানের সামনে দাড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ নম্বরপ্লেট বিহীন ইয়ামাহা মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফিরোজ চাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকা নিয়ে যাওয়ার পথে রুগীর সারা শব্দ না-পেয়ে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনায় নিহত ফিরোজ চাঁদের ভাতিজা গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
চিত্রাপাড় গ্রামে নিহত ফিরোজ চাঁদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জন ফিরোজকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। নিহত ফিরোজ চাঁদের ৩ মেয়ের মধ্যে বড় মেয়ের আগেই বিয়ে হয়। মেঝ মেয়ে মারুফা খানমের বিয়ের কথাবার্তা চলছিল। ছোট মেয়ে মাহিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এদিকে মোটরসাইকেলসহ রনি হাজরা ও রবিউল মিয়াকে আটক করেছে পুলিশ। আটক রনি হাজরা উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সোহরাব হাজরার ছেলে ও রবিউল খান চিত্রাপাড়া গ্রামের হাবিব খানের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ফিরোজ চাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ ও আটক দুই মোটরসাইকেল আরোহীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply