এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহর চাঁদা গ্রামের সরকারি খাস জমিতে অবৈধভাবে কোটি টাকার দ্বিতীয় তলা বৈশিষ্ট্য আলিশান বাড়ি করেছেন পেকুয়া উপজেলা ইউএনও অফিসের কর্মরত সালাউদ্দিন। নিজের নামে কোন জমি না থাকলেও ওই কর্মচারী সরকারের ০১ নাম্বার খাস খতিয়ানের জায়গায় তৈরি করেছেন আলিশান বাড়ি। সরকারি কর্মচারী সালাউদ্দিন সরকারি অফিসের প্রভাবশালী ও দাপটে বাধা দেয়নি কিহও।
গত২৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় গিয়ে দেখা যায় দ্বিতীয় তলায় সালাউদ্দিন এর পরিবার বসবাস করে। তবে নিচ তলায় এখনো কাজ চলমান। বিশাল এই বাড়ীর নির্মাণ করতে খরচ হয়েছে প্রায়ই কোটি টাকা।চতুর্থ শ্রেণীর পদে চাকরি করে কোটি টাকা খরচ করে আলিশান বাড়ি নির্মাণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান সরকারি অফিসের কর্মচারী হওয়ায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে পাহাড়ি মাটি দিয়ে ভরাট করে তৈরি করেন সরকারি জায়গায় অবৈধ বাড়ি।উখিয়া উপজেলায় অফিসে কর্মরত থাকাকালে বিভিন্ন এনজিওর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অবৈধ টাকা।
বিগত ২০০৪ সালে অল্প বেতনে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এম এলএসএস পদে যোগদান করেন সালাউদ্দিন। চাকরিতে যোগদান করে সালাউদ্দিন কে আর পিছনে ফিরে থাকাতে হয়নি-এই চাকরি যেন এক আলাদিনের চেরাগ।
সরকারের০১ নাম্বার খাস জমি দখল করে বাড়ি তৈরী বিষয়ে জানতে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসের(পিয়ন)সালাউদ্দিনের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার পরে-ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply