কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাগণদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।
অনুষ্ঠানের শুরুতে মানবিক পুলিশ সুপার আল-বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধাগণদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন গৌরবময় স্মৃতি কথা তুলে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ খান গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী মোঃ আতিয়ার রহমান, লে. কর্নেল (অব) গাজী বেলায়েত হোসেন, মুজিব বাহিনী প্রধান ইসমত কাদির গামা, পুলিশের সাবেক ডিআইজি এস এম মনিরুজামান, সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক প্রমুখ।
এসময় টুঙ্গিপাড়া- পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হোসেন শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ- সদস্যবৃন্দ ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত সকল বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার (উন্নত মানের বেড শীট) তুলে দেন পুলিশ সুপার আল- বেলী আফিফা।
Leave a Reply