এস.এম দুর্জয়, গাজীপুর
গাজীপুর সদর উপজেলায় মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব,নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৩০ জানুয়ারি)সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরে মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মুধু ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জেন্ট এম এ মোতালেব জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পিঠা উৎসবে ডাচ বাংলা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নূরুন্নবী লিটনের উদ্বোধন মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ মেম্বার,বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সোহানুর রহমান মনির খান,লোকমান ফকির,ফারুক আকন্দ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
পিঠা উৎসব শেষে দিনব্যাপী উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি,দলীয় ও একক নৃত্য,গান সহ অনেক রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা ছিলেন মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক ও স্কুল শাখার প্রধান শিক্ষক মোঃ রাসেল মিয়া,পরিচালক মোঃ জাহিদ মিয়া,পরিচালক মোঃ আনোয়ার হোসেন,কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল আশরাফুল আলম।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com