আব্দুল মজিদ,জামালপুর
জামালপুর ইসলামপুরের গল্পটা তখনকার এ অঞ্চলের আওয়ামী লীগের নাম মুখে নিলে তিরস্কার করতো। কর্মীরা যখন মিছিল করে মুখে নৌকার শ্লোগান দিতেন,তখন পাশ থেকে নৌগা নৌগা বলে হাস্যরসের শিকার হতো কর্মী সমর্থকরা।
পলবান্ধা ইউনিয়নে গর্বীত মোশারফ পরিবারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ছয় ছয়বারের এমপি , বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব রাশেদ মোশারফের সুযোগ্য সন্তান ইসলামপুর পৌরসভার প্রথম মেয়র মরহুম সাজেদ মোশারফ সেবকের সহধর্মী, আলহাজ্ব রাশেদ মোশারফ এর পুত্রবধূ।
ইসলামপুর আওয়ামী লীগের মহিলা সদস্য,ঢাকা কলাবাগান থানা শাখার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ডলি মোশারফ যিনি অসহায় দরিদ্রদের মাঝে সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন সবার পাশে দাঁড়ান।
এই প্রতিবেদককে তিনি জানান, আমার শশুর সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ ছিলেন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা সে দেশের জনগণের জন্য জীবনকে বিসর্জন দিয়ে সেবা করেছেন, আমার স্বামী ও জনগনের মাঝে স্মৃতি হয়ে আছেন।
তিনি আরো বলেন,তাদের সেবামূলক কার্যক্রম গুলো উজ্জীবিত রাখতে, ইসলাপুরবাসীর অসহায়ত্ব নিপীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্য, নারী অধিকার আদায়ের লক্ষ্যে আসছে সংসদ নির্বাচনে জামালপুর শেরপুর আসন থেকে সংরক্ষিত নারী এমপি হিসেবে নির্বাচন করতে চাই।
Leave a Reply