প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ২:০০ পি.এম
মাদারীপুরের সিলারচর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

জাহিদ হাসান, মাদারীপুর
মাদারীপুরের ছিলারচর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকান সহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদারীপুরের ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষমহয়েছি না হলে এলাকায় আরো ক্ষতিগ্রস্ত হত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক হট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.