প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১:০১ এ.এম
শ্রীপুরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

এস এম দূর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তায় দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।পরে এগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে।ককটেল গুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে পুলিশ।স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ,অনুমান সন্ধ্যা সাতটার সময় মাওনা চৌরাস্তা উড়াল সড়কের উপর থেকে নিচের দিকে দুটি বোমা সদৃশ্য বস্তু পড়ে ।কাছে গিয়ে দেখা যায় এগুলো ককটেল। খবর ছড়িয়ে পড়ায় ওই এলাকার লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।
পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে কঠোর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেন। ফলে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।তবে সম্ভাব্য নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশি পাহারা জোরদার করা হয়।ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.