এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
পেকুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক এবং সমাপনীদিন গত বৃহস্পতিবার এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পেকুয়া আনোয়ারুল ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মোহাম্মদ রিদুয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন দীগরপান খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোস্তফা জামান, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য মোসলিম, আজাদ, সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপিঠের শিক্ষক মোহাম্মদ ইয়াছিন, পেকুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা জন্নাত, শিক্ষক ইকবাল হায়দার, শহিদুল ইসলাম, এস এস.সি পরিক্ষার্থী মোহাম্মদ সাকিব, নাঈমা সোলতানা শিফা ও নবম শ্রেণির শিক্ষার্থী মহিমা খাতুন মাবিয়া প্রমূখ।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এবারের মতে আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এস.এস.সি পরিক্ষায় বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগ থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন। এদিকে আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে আমন্ত্রিত অতিথিরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com