প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৬:২১ এ.এম
গাইবান্ধার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মৃতুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামের চাঞ্চল্যকর ও মর্মান্তিক জমি বিদ্যুতায়িত করে ডাবল মার্ডার মামলায় মৃতুদন্ড প্রাপ্ত তিন আসামীর মধ্যে পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেছে র্যাব ও সিপিসি।
হাফিজার ২০১৮ সাল থেকে ৬ বছর ধরে ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ শুক্রবার দুপুরে জেলা পরিষদ সংলগ্ন র্যাব -১৩ ’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হয়।
র্যাব -১৩’র কমান্ডার আরাফাত ইসলাম জানান, পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই এলাকার আবদুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। বিরোধ পূর্ণ ওই জমিতে হযরত আমন ধান চাষ করেন।
তবে আদালতের রায় পেয়ে ২০১৬ সালের ১২ নবেম্বর আবদুল জলিল ধান কাটতে যান। বিষয়টি আগে জানতে পেরে হযরত আলী জমির পাশে তাদের রাইস মিল থেকে ওই জমিতে বিদুৎএর তার বিছিয়ে রাখেন। আদুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন ও তার চাচাতো বোন মর্জিনা খাতুন জমিতে নেমে ধান কাটতে গেলে বিদুৎ’র তার জড়িয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন।
নৃশংস এ ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজল হক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
আদালতে ঘটনাটি প্রমাণিত হলে তিন আসামীর মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। এদের মধ্যে হাফিজার পলাতক ছিলেন। তাকে কুমিল্লা জেলার বুড়িচং তানার ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ১ ফেব্রুয়ারী আটক করে আজ গাইবান্ধায় আনা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.