এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া শীলখালীতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
গত০৩ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ২টার দিকে পেকুয়া শীলখালী ইউনিয়নের মাঝের ঘোনা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী-মোঃআনছার উদ্দিনের গ্রাম মেডিসিন(ওষুধ)এর দোকান প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।
গভীর রাতে পাশের দোকানের সওদাগর শফিকুর রহমান আমার বাড়িতে গিয়ে দোকানে আগুন লাগার খবর দিলে দোকানে এসে দেখি দোকানের বিরত আগুন জ্বলছে, আশেপাশের মানুষ জন এসে আগুন নিয়ন্ত্রণ করি। আমার দোকানের প্রায় ১ লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে।
অত্র ৫ নং ওয়ার্ডের মেম্বার জাফর আলম বলেন-আমি খবর পাওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখেছি-পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাঁহারা পেট্রোল দিয়ে- আগুন দিয়েছে তাঁদের খোঁজে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক এস এম রহিম ঘটনা স্থান পরিদর্শন করেছেন- পল্লী চিকিৎসক সমবায় সমিতির পক্ষ থেকে ঔষধের দোকানে আগুন লাগার বিষয়ে পেকুয়া প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে দুর্বৃত্তের গ্রেফতার করা সহ তীব্র নিন্দা জানিয়েছেন।
Leave a Reply