এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রদত্ত উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৪ শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইংরেজি-৫ ফেব্রুয়ারি রবিবার- বিকাল ৩ টায় উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেনন্টের সভাপতি এসএম শাহাদাত হোসেন এম.কম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃফারুক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের সাঈদী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র- আলমগীর চৌং।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- ক্রীড়ার মাধ্যমে আজ গ্রাম-বাংলার ছেলে মেয়ের আগামী প্রজন্মের জঙ্গিবাদ সহিংসতা নিরসনের ভূমিকা রাখছে বিনোদনের মাধ্যমে । সহিংসতা উগ্রবাদ মুক্ত দেশ গড়ার ভূমিকা পালন করে যুব সমাজ কে সঠিক পথে আনার এক মাত্র উৎস হিসাবে দেখছেন খেলা।
পেকুয়া উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, চকরিয়া কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার চকরিয়া পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম,পেকুয়া উপজেলা সৈনিক লীগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, তাতীলীগের সভাপতি জায়েদ মোর্শেদ চৌং,কৃষক লীগের সভাপতি শাহেদ সম্পাদক- আমিরুল ইসলাম খোরশেদ, সৈনিক লীগের সম্পাদক আলী হোছন ও পেকুয়া উপজেলা যুবলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আজম সহ উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা পর্ষদ এর সকল সদস্য বৃন্দ এবং পেকুয়ায় কর্মরত সাংবাদিক সুদি সমাজ।
পেকুয়া উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় দুই দল অংশ গ্রহণ করেন কুতুব স্পোটিং ফুটবল একাডেমি বনাম বাশখালী ফুটবল একাডেমি জমজমাট খেলা শেষে ১/২গোলে বাঁশখালী ফুটবল একাডেমি জয় করে।
Leave a Reply