প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:১৪ পি.এম
জয়পুরহাটে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী গ্রেফতার

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাট সদর থানাধীন কলাবাজার এলাকা থেকে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী তোফাজ্জল কে চাঁদাবাজির নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক দল রোববার সন্ধায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক থেকে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজ মোঃ তোফাজ্জল হোসেন (৪৬), জয়পুরহাট সদর উপজেলার পাকড়ডেরা এলাকার মোঃ পাঁচকর মন্ডলের ছেলে।
সে দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভার কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে।যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.