ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগিদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখা ।
আজ মঙ্গলবার ( ৬ফেব্রুয়ারি ) দুপুরে শহরের ডিবিরোডে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সভাপতি পরমানন্দ দাস, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলে প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গনতান্ত্রিক কোন পরিবেশ নাই। ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট, সন্ত্রাস, দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিনত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এই ধর্ষণকান্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে।
বক্তারা অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
Leave a Reply