স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে স্বজন সমাবেশ কোটালীপাড়া শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশ কোটালীপাড়া শাখার সভাপতি কবি মিন্টু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম সিদ্দিক, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, আবু নাইম, সমীর রায়,, আরিফ হাজরা বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, দীর্ঘ ২৪ বছরের পথচলায় নিরাপক্ষতা বজায় রেখে যুগান্তর দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিক পত্রিকায় স্থান করে নিয়েছেন। আগামী দিনে এই পত্রিকাটি তার নিরাপক্ষতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করছি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com