স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ' প্রকল্পের আওতায় উন্নয়ন সহয়তা ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার রিপার মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ বছর দু'টি সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এবছর উপজেলায় ২৬ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমিতে ভাড়ায় ধানকাটাতে পারবে।এই মেশিন প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা ও রিপার করতে পারবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com