এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া শীলখালীতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
গত ৭ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ২.৩০টার দিকে পেকুয়া শীলখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের সবুজ পাড়া স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী-মোঃবজল আহম্মদ(৭৫) বলেন- প্রতিদিনের মতো রাতে বাড়িতে ঘুমে ছিলাম। গভীর রাতে বাড়ি ভিটায় মানুষের গুনগুন শব্দ শুনতে পেয়ে ঘরের দরজা খুলে বাহির হয়ে দেখি শুকনো খড়ের গাঁদা(কুইজ্জা) আগুনে জ্বলছে, গোয়াল ঘরের বাহিরে কয়েকটি গরু কে টেনে হিজড়ে নেওয়ার চেষ্টা করছেন দুর্বৃত্তরা, আমরা বাড়ির সবাই সু-চিৎকার করলে ৪/৭ জন দূর্বৃত্তরা দূরত পালিয়ে যায়।
ভুক্তভোগী-আরো বলেন পারিবারিক জায়গা জমি কে কেন্দ্র করে আমার বোনদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। গত কয়েক দিন আগে আমার বিরুদ্ধে স্থানীয় শীলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ী করেন। উক্ত অভিযোগ কে তোয়াক্কা না করে ফের হামলা মামলা মারধর ও অশ্লীল আচরণ করে চলছে।বেশ কিছু দিন পূর্বে আমার বসতভিটার গাছ গাছালী কেটে নিয়ে দূর্বৃত্তরা।এমন কি আমরা সজাগ না হলে আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে নিঃশ্ব করে ফেলত। আমার প্রায় ৪০হাজার টাকার মতো ক্ষয় ক্ষতি হয়েছে।উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় এম ইউপি ও চেয়ারম্যান কে অবগত করেছি। প্রতিকার পাওয়ার জন্য পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ী করেছি।
অত্র ঘটনার বিষয়ে মুঠোফোনে শীলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কামাল হোসেন বলেন-আমি খবর পাওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখেছি- বসতভিটার আঙিনায় শুঁকনো ধানের খড় পুড়িয়ে গেছে- ভুক্তভোগীদের কে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply