এস এম দূর্জয়, গাজীপুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গাজীপুর-৫(কালীগঞ্জ)আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন,গাজীপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক,কালীগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ লিটন।
গত বৃহস্পতিবার(২৩ নভেম্বর)সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।কালীগঞ্জ -৫ আসনের বিভিন্ন এলাকায় অসহায় গরীব মানুষদের সহযোগিতা ও প্রাকৃতিক দূর্যোগ এলাকাবাসীদের সহায়ত বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ লিটন বলেন,উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ,দরিদ্র মুক্ত জনগণর পাশে থাকার জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল( জাসদ)এর হাল ধরতে তৃনমুল নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।গাজীপুর -৫(কালীগঞ্জ)এই আসনে মশাল প্রতীক বিজয় নিশ্চিত করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চেয়ারম্যানকে উপহার দিবো ইনশাআল্লাহ।
Leave a Reply