সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে অগ্নিকান্ডে ০৯টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল আলম জানান, রাত আনুমানিক ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার সংবাদে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও ফকিরহাট ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে ।
ততক্ষনে যাত্রাপুর বাজারের মসজিদ সংলগ্ন মার্কেটে কসমেটিক,জুতা ,স্যানিটারি,লেপতোষক,সুতা বোতাম , মুরগী ও মাছের খাবারের দোকানসহ ৯টি দোকান পুড়েগেছে । প্রাথমিক ভাবে বিদ্যুতের সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা এই কর্মকর্তার ।
Leave a Reply