এস এম মাসুদ রানা, ত্রিশাল
একুশে গ্রন্থমেলা ২০২৪-এ হালের জনপ্রিয় তরুণ লেখক ও সাংবাদিক এস এম মাসুদ রানা রচিত ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার একুশে গ্রন্থ মেলায় পাওয়া যাচ্ছে।
শিশু ও কিশোরদের জন্য রচিত বইটি পাওয়া যাবে নোলক প্রকাশনের ১৫৯ নাম্বার স্টলে। ইতোমধ্যে এস. এম মাসুদ রানা প্রকাশিত কাব্যগ্রন্থ, উপন্যাস ও অন্যান্য বই পাঠক প্রিয়তা পেয়েছে।
খুব অল্প বয়সেই লেখালেখিতে হাতে খড়ি তরুণ এ কথার যাদুকরের। বাজারে তার বইয়ের কাটতিও বেশ। আমাদের মহান ভাষাসৈনিকদের কেন্দ্র করে লেখকের সত্যাশ্রয়ী ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার গল্পের বই পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে বলে প্রকাশক অভিমত প্রকাশ করেছেন।
একজন মাতৃভাষার যুদ্ধে অংশগ্রহনের নানা চমকপ্রদ ঘটনাবলীকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে গল্প। দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন গল্পের মূলচরিত্র কিশোর ও তার পার্শ্বচরিত্রগুলোর রক্ত শপথের চিত্রে চিত্রায়িত হয়েছে লেখকের ঋদ্ধ হাতে।
মাতৃভাষা যুদ্ধের প্রামাণ্য ঘটনাবলী মনোযোগী ও বইপ্রেমী পাঠককে নিয়ে যাবে ইতিহাসের গভীরে। জাগ্রত করবে পাঠকের দেশপ্রেম-এটি নিশ্চিত করেই বলা যায়। এস এম মাসুদ রানা জানান, আমার স্বপ্নের একটি সৃষ্টি ছোটদের ভাষা শহীদ আব্দুল জব্বার গল্পের বইটি।
বরাবরের মতো আমার পাঠক সানন্দচিত্তে বইটি গ্রহণ করবে বলেই বিশ্বাস রাখি।
Leave a Reply