এস এম মাসুদ রানা,ত্রিশাল
দ্বিতীয় বারের মতো বকেয়া বেতনের দাবিতে ত্রিশাল মিনিস্টার কোম্পানির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিনিস্টার কোম্পানির শ্রমিকেরা। গত নভেম্বর মাসেও মিনিস্টার কোম্পানির কর্মরত শ্রমিকরা বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল ৮ টায় মিনিস্টার কোম্পানির সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে বানার নদী ব্রিজ এলাকায়।
খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
মিনিস্টার কোম্পানির মালিক পক্ষের ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দেয়। সকাল ৯ টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার ভেতর অবস্থান নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,
ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়াডে মিনিস্টার কোম্পানির শ্রমিকদের গত মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানায় প্রায় ১০০০ শ্রমিক কাজ করেন। আজ (শনিবার ) সকালে আগেই গত মাসের বেতন পরিশোধের কথা ছিল।
কিন্তু মালিক পক্ষ কথা অনুযায়ী বেতন পরিশোধে ব্যর্থ হয়। শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় এসে কাজে যোগ দেয়। বেতনের জন্য কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দেন। এবং শ্রমিকদের ১০ দফা দাবি পূরণে আশ্বস্ত করেন। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply