প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৩:৩৫ এ.এম
জয়পুরহাটে ট্যাপান্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটের রূপনগর এলাকা থেকে ট্যাপান্টাডলসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল (১০ ফেব্রুয়ারি) রাত ০১.২০ ঘটিকায় ২১ পিচ ট্যাপান্টাডলসহ জয়পুরহাট সদর থানাধীন আদর্শপাড়া এলাকার মোঃ উজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাবুদ হোসেন (২৬) কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেফতারকৃত মাবুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.