প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৪:২৮ এ.এম
জয়পুরহাটে ভটভটি উল্টে পৌর কাউন্সিলর আলম হোসেন মৃধার মৃত্যু

ফারহানা আক্তার,জয়পুরহাট
জয়পুরহাটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আলম হোসেন মৃধার মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২/৩ জন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে একটি গরু বিক্রি করার জন্য জয়পুরহাট শহরের নতুন হাটে আসেন জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধা পাড়ার বাসিন্দা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা। বিকেলে হাট থেকে ১টি গরু কিনে ব্যাটারী চালিত ভটভটিতেযোগে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই আলম মৃধার মৃত্যু হয়। এ সময় ভটভটিতে থাকা আরো ২/৩ জন আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপি সদস্য আসলাম হোসেন জানান, এ ঘটনায় ভটভটিতে থাকা ২টি গরুও মারা গেছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.