প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৪, ১০:৩৯ এ.এম
জয়পুরহাটে ৭ বছরের শিশুকে বলাৎকার “অভিযুক্ত পলাতক

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামে ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।
অভিযুক্ত আব্দুর রউফ (৪৫) উপজেলার আয়মাপুর গ্রামের মৃত জালাল খাঁর ছেলে সে একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী৷
শিশুটির মা সাংবাদিকদের জানান, তার ছেলে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। (১০ফেব্রুয়ারি) গত শনিবার সকাল ১১টায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী জালাল খাঁর ছেলে আব্দুর রউফ শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের মুরগির খামারে নিয়ে বলাৎকার করে। আমার বাচ্চা বাসায় এসে জানালে রক্তক্ষরণ হওয়া দেখতে পাই৷ পরে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুর রহমান বলেন, শিশুটির সঙ্গে সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, মামলার হয়েছে ,এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.