এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা টইটং ইউনিয়ন অস্ত হাজি বাজারে চেম্বার করে সরকারি নিয়ম ভেঙে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে।
সরকারী রেজিস্ট্রার ভুক্ত ডাক্তার নাম দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন টইটং ধনিয়াকাটা এলাকার মৃত্যু আবদুল মুতালেব এর ছেলে ওসমান গনি।
সরজমিনে গিয়ে দেখা যায়- হাজিবাজার রাজামিয়া(প্রবাসী)মার্কেট নিচতলায়-মেসার্স তানভির মেডিকেল হল(ফার্মাসি) ও বিশাল পরিপাটি সুন্দর ল্যাব হাউস এর ব্যবসার আড়ালে গলা কাটা বানিজ্য চালিয়ে যাচ্ছেন ওসমান গনি।
তার অপচিকিৎসার বিষয়ে গত বছর ভ্রমমান আদালত ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বেশ কয়েকবার অপচিকিৎসার বিষয়ে সতর্ক সংকেত দেওয়ার পরেও কোন কর্নপাত না করে নিজ চেম্বারে বসে ফ্রিঃ নিয়ে প্রেসক্রিপশন ও তাঁর নিচ ল্যাব হাউসে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে গ্রামের অসহায় হতদরিদ্র কাজ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা।
সরকারী রেজিস্ট্রার নিয়ম ভেঙে ওসমান গনি তাঁর প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক লেখে যাচ্ছেন, যা মানুষের রোগ প্রতিরোগ ক্ষতি করে জীবন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এলাকা সহ সচেতন মহলের দাবী অপচিকিৎসার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply