প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৯:৫৬ এ.এম
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কালাইয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

ফারহানা আক্তার জয়পুরহাট
সরকারি ঘোষনা মোতাবেক আগামী ১১মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন । সে উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা জানান দিতে সাবেক কালাই পৌর মেয়র ও জয়পুরহাট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন।
রোববার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় দেড় হাজার মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রাটি কালাই বাসষ্ট্যান্ড চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ কালাই পৌরসভার বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, আহসান হাবিব চৌধুরী, মোস্তাফিজার রহমান ফিজুু, আহমেদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিনজুনুর রহমান এলিন, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান মামুন মন্ডল, কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদসহ উপজেলার বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.