সফি উদ্দিন আহমেদ মিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি গ্রামের মো: পেসকার উদ্দিন এর বাড়িতে গত ৮ই ফ্রেব্রুয়ারি আগুন লেগে পেসকারের বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের কারও কোন ক্ষতি না হলেও শেষ সম্বল বাড়িটির সাথে সাথে বাড়িতে থাকা সকল দ্রব্যেদি পুড়ে ছাই হয়ে যায়।পেসকার উদ্দিন দিশেহারা হয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে অসহায় দিন যাপন করছিল।
এমন খবর পাবার পর ঝিনাইদহ -২ এর সাবেক এমপি ও বঙ্গবন্ধুর চারখলিফার একখলিফা মৃত নূর আলম সিদ্দিকীর সন্তান তাহজিব আলম সিদ্দিকী সমি পেসকার উদ্দিন এর বাড়িতে যান খোজখবর নেন এবং নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও দৈনিক রূপান্তর খবরের খবরের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শফি উদ্দিন আহমেদ মিন্টু, ছাত্রলীগ,যুবলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতাকর্মীরা।।
Leave a Reply