এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
শীতাতপ নিয়ন্ত্রিত মডেল ফার্মেসী উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় পেকুয়া উপজেলায় সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ফার্মেসী উদ্ভোধন করা হয়। হাসপাতালের সম্মুখভাগে বীর মুক্তিযোদ্ধা ও বয়োবৃদ্ধদের আলাদা প্রায়োরিটি লাইন সহ নারী, পুরুষদের জন্য মোট তিনটি আলাদা কিউ সমৃদ্ধ আধুনিক ফার্মেসী আজ চালু হয়েছে।
ফার্মেসী উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো মহিউদ্দিন মাজেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ডা: মুজিবুর রহমান, ডা: জয়নাল আবেদিন, ডা: আবুল মনসুর, ডা: তাহমিদ ইসলাম, ডা: আবদুল্লাহ নোমান, নার্সিং ইনচার্জ ও প্রমুখ।
এ সময় ডা: মহিউদ্দিন চৌধুরী বলেন প্রায় সকল ঔষধ ২৫ ডিগ্রী সেন্টিগ্রেড এর নিচে ও শুষ্ক স্থানে সংরক্ষণ করা উচিত এবং বেশির ভাগ ঔষধ ৩০ ℃ এর উপরে সংরক্ষণ করলে গুনগত মান সঠিক থাকে না।।
সকল ঔষধ এর গায়ে এই কারণে ২৫ ডিগ্রীর নিচে ও শুষ্ক স্থানে সংরক্ষণ এর নির্দেশনা থাকে। এখন সরকারী হাসপাতালের ঔষধ এর সংরক্ষণ ও গুনগত মান আরো অনেকাংশে বৃদ্ধি পাবে পাবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ ।।
Leave a Reply