প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ২:২১ এ.এম
গোপনে কোটি টাকার গাছ বিক্রি, ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার অভিযোগ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে অর্ধকোটি টাকা মূল্যের ব্যক্তি মালিকানাধীন গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কিছু স্বার্থন্বেসী মহল সমিতির মাধ্যমে ২০০৯ সালে ইউপির কয়েকটি রাস্তায় গাছ রোপন করেন। গাছ রোপনের কিছু দিনের মধ্যেই গ্রামের অনেক লোক তাদের নিজ জমিতে গাছ রোপন করেন।
সমিতির মাধ্যমে রোপণ করা বেশিরভাগ গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যায়। নাম মাত্র কিছু সংখ্যক গাছ দন্ডায়মান আছে। এমতাবস্থায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগসাজসে ব্যক্তি মালিকানাধীন গাছসহ সব গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করেন। পরে গাছ ক্রয়কারী ব্যক্তি লোকবল নিয়ে গাছ কর্তন করতে গেলে স্থানীয় জমির মালিকরা বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে কয়েকজনের গাছ জোরপূর্বক কর্তন করেন। এ সময় সমিতির সভাপতি ও তার আস্থাভাজন দুই-তিনজন লোক উপস্থিত থেকে জমির মালিকের অনুপস্থিতে গাছ কাটার নির্দেশ দেয়।
সমিতির লোকজন ও জমির মালিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, সমিতির সভাপতি বেআইনী ভাবে প্রকৃত জমির মালিকদের রোপণ করা গাছ বিক্রি করেছেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.